Khoborerchokh logo

ফরিদপুরের নগরকান্দা পৌর মেয়র রায়হান উদ্দিন মিয়া চলে গেলেন না ফেরার দেশে । 789 0

Khoborerchokh logo

ছবি , নগরকান্দা পৌর মেয়র রায়হান উদ্দিন মিয়া

জামাল লস্কর ,নগরকান্দা -ফরিদপুর থেকে
নগরকান্দা পৌর মেয়র রায়হান উদ্দিন মিয়া (রব্বেল মাস্টার) মঙ্গলবার (৫ মে) বিকাল ৩.০০ টায় তার নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। তিনি পৌর মেয়র থাকাকালিন সময়ে এলাকার বিবিধ উন্নয়নমূলক কর্মকান্ডে তার স্মৃতি বিজড়িত ।অভিজ্ঞ নগরকান্দা পৌর মেয়র জনাব রায়হান উদ্দিন মিয়া এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । নগরকান্দাবাসী একজন রুচিশীল ,উন্নয়নের ধারক বাহক,চিন্তাশীল ,সমাজসেবক কে হারালেন । তার অভাব অপূরণীয় ্
তিনি বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন বলে জানা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ঔরষজাত ৬কন্যা ও ২ পুত্র সন্তান রেখে গিয়েছেন।
নগরকান্দা পৌর মেয়র রায়হান মাস্টারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর চৌধুরী (লাবু চৌধুরী) । এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com